মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আজ বুধবার (৩১ জুলাই) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মঙ্গলবার ছয়জনকে এবং বুধবার নতুন করে আরও চারজনকে শনাক্ত করা হয়েছে। ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত ছয়জন রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আর মঙ্গলবার রাত ১২টার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত আরও ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত ৪২ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৪ জন রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
তবে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ ও জনসমাবেশ সহ নানা সচেতনতামূলক কাজ করা হচ্ছে।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, এ পর্যন্ত ৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এসব রোগীকে বিনামূল্যে মশারিসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় সকলেই ঢাকা থেকে আক্রান্ত হয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত সকল রোগীকেই সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।