আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দ্বিতীয় টিজার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাত ৯টার দিকে মুক্তি পাওয়া এই টিজারটির দৈর্ঘ্য এক মিনিট ৯ সেকেন্ড।
ভিডিওটির সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে তখন, যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরে দেখেন—ক্ষোভে, বেদনায়, আর হতাশায় কাঁপা কণ্ঠে বলেন:
“আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।”
তিনি আরও যোগ করেন, “আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।”
টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নূর ইসলামের এই বক্তব্য—যেখানে একজন পিতা নিজের হারানো কন্যার বিচার না পাওয়ার কষ্টের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সাহসের দাবি তুলেছেন।
দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।’
প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনবিরোধীদের পরাজিত করতে হবে: আমীর খসরু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



