জুমবাংলা ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার রাজা সাচিংপ্রু চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকার উখেংচিং মারমাকে বিয়ে করেন তিনি।
প্রথা অনুযায়ী, রাজপরিবারের বিয়ে উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী রাজা হেডম্যান, কার্বারি ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
বিয়ে উপলক্ষ্যে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি ইউনিয়নে অবস্থিত মং রাজবাড়িতে পাঁচ হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এতে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, চাকমা রাজা দেবাশীষ রায়, রানি ইয়েন ইয়েন, রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, নারী সাংসদ বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলার সব সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা।
রানি উখেংচিং মারমা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। পরে যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটি থেকে একটি ডিগ্রি নিয়ে বর্তমানে বিশ্ব খাদ্য কর্মসূচির অধীনে কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন।
৩৫ বছর বয়সী রাজা সাচিংপ্রু চৌধুরী ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করছেন। দুই বোন, এক ভাইয়ের মধ্যে রাজা সাচিংপ্রু চৌধুরী সবার ছোট।
১৮৭০ সালে মং সার্কেল, চাকমা সার্কেল ও বোমাং সার্কেল নামে পার্বত্য চট্টগ্রামে রাজপ্রথা শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



