আন্তর্জাতিক ডেস্ক : দিনের আলো বেশি সময় পাওয়ার জন্যে পৃথিবীর বিভিন্ন দেশ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে বা পিছিয়ে থাকে। বাংলাদেশে ২০০৯ সালে একবার ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেয়া হয়েছিল। পরে অবশ্য সমালোচনার মুখে তা আবার সমন্বয় করা হয়।
জানা গেল, ইতালিতে রোববার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৩টায় সময়ের পরিবর্তন করা হচ্ছে। স্থানীয় সময় যখন রাত ৩টা তখন ঘড়িতে রাত হবে ২টা।
প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর আগে ৩১ মার্চ (ডিএসটি) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


