রাবি প্রতিনিধি: ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ পৃথক পৃথক র্যালি বের করে। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ মানসিক বিভিন্ন সমস্যার উপর সেমিনারের আয়োজন করা হয়।
রাবি মেন্টাল হেলথ সেন্টার এর আয়োজনের সেমিনারে পরিচালক আনওয়ারুল হাসান সূফির সভাপতিত্বে আলোচক ছিলেন রাবি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী।
এছাড়াও আত্মহত্যার কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে চিকিৎসা মনোবিজ্ঞানী সুলতানা নাজনিন বিস্তারিত আলোচনা করেন।
এদিকে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হকের সভাপতিত্বে মাইন্ডফুলনেস বিষয়ে প্রশিক্ষক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার, আতœহত্যা প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষক ছিলেন ফারজানা আক্তার, স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষক ছিলেন চিকিৎসা মনোবিজ্ঞানী হাসিনা মমতাজ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।