আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার খুব শিগগিরই রাশিয়ার মালিকানাধীন ও পরিচালিত বিমান চলাচল যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বন্ধ করতে যাচ্ছে।
বুধবার (২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় রাশিয়ার মদ ও অন্য অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। বিধিনিষেধ আরোপ করবে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরও। রুশ এয়ারলাইন্সের জন্য আকাশপথে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র সরকারও এ নিষেধাজ্ঞা দিতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ান ফ্লাইট বাতিল ও ফ্লাইট ডাইভার্ট করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে রাশিয়া কীভাবে এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখাবে তা এখনও ইঙ্গিত দেয়নি। ইতোমধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে ইইউসহ ৩৬ দেশের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
প্রায় দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে২ লাখ সেনা জড়ো করে রাশিয়া। রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবার সতর্কতা দিয়েছিল। কিন্তু বরাবরই রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দিয়েছে।
এরপর গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন। এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইউক্রেন থেকে পালাচ্ছে লাখো মানুষ। এরইমধ্যে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা।
ইউক্রেনে চলমান সামরিক হামলার মধ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয় বেলারুশে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই ৫ ঘণ্টার বৈঠক শেষ হয় এবং প্রতিনিধি দলের মধ্যে আরও বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।