নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে রেলসেতু থেকে পারুলী নদীতে ঝাঁপ দেওয়া এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকার পারুলী নদীর রেলসেতু থেকে তিনি ঝাঁপ দেন বলে জানা গেছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মাহবুব হোসেন জানান, নদীর তীরে কয়েকজন মাছ ধরছিলেন। তারা প্রথমে মনে করেছিলেন, কেউ হয়তো গোসল করতে নেমেছেন। পরে দূর থেকে একজনকে পানিতে তলিয়ে যেতে দেখে তারা ছুটে আসেন এবং আশপাশের লোকজনকে খবর দেন। এরপর রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসে বিষয়টি জানানো হয়।
রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের কর্মী নুর আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় ১০ মিনিটের মধ্যে মরদেহটি উদ্ধার করি। নিহতের পরনে প্যান্ট ও শার্ট ছিল। স্থানীয়রা জানিয়েছেন, তাঁকে রেলসেতু থেকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।