জুমবাংলা ডেস্ক: আরও ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৬৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর ইউএনবি’র।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এ সংখ্যা ছিল এক হাজার ৮৭০।
সরকারি হিসাব মতে, পুরো জুলাই মাসে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। আর, চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিন হাসপাতালে ভর্তি হন ৯ হাজার ছয়জন।
সারাদেশে বিভিন্ন হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৮ জন।
ঢাকার ৩৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৯৬২ জন। অন্যদিকে অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৩৭ জন। এরমধ্যে ১৯ হাজার ৭৬১ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশে সরকারিভাবে ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি। সরকারি হিসেবে শুধুমাত্র জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।