স্পোর্টস ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফের বড় ভাই জিয়াউর রহমান। সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শরীফ নিজেই।
জিয়াউর রহমান দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি অসুস্থ ভাইয়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়েছিলেন শরীফ। জিয়াউর রহমানকে সুস্থ করার জন্য জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন ছিল। তবে ডোনার মিলছিল না।
এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে শরীফ বলেন, “আমি ক্রিকেটার মোহাম্মদ শরীফ, আপনাদের কাছে একটি আকুল আবেদন নিয়ে এসেছি। আমার বড় ভাই অনেক দিন ধরেই লিভার সিরোসিস যন্ত্রণায় ভুগছেন। তার চিকিৎসার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। খুব দ্রুতই ট্রান্সপ্লান্ট করাতে হবে। না হলে আমরা তাকে জীবিত পাব না।”
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে ভারতে অবস্থান করছিলেন শরীফ। সোমবার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে মাগরিবের নামায শেষে জানাজা হবে শরীফের ভাইয়ের। বড় ভাইকে শেষবারের মতো দেখতে ভারত থেকে দেশে ফিরছেন শরীফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।