জুমবাংলা ডেস্ক : মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোর সদর উপজেলার হয়বতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক জাফর বরকতকে মারধরের মামলায় লক্ষ্মীপুর খোলাবাড়ুয়া ইউপির চেয়ারম্যান নূরুজ্জামান কালুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) তাকে আদালতে উপস্থিত করা হয়। বিকালে তার জামিন বিষয়ে আদেশ দেবেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলজার রহমান।
সদর থানার ওসি নাছিম আহম্মেদ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় এবং কোর্ট ইন্সপেক্টর নজমূল হকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, বুধবার বিকালে ওই মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক জাফর বরকত মারপিট করা হয়। এক পর্যায়ে শিক্ষককে পিটিয়ে মাদ্রাসা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে নির্যাতনের শিকার শিক্ষক ওই চেয়ারম্যান, তার ছেলে জয় এবং আরও পাঁচ জনসহ মোট সাত জনের নামে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় জানান, বৃহস্পতিবার দুপুরের কিছু আগে আসামিকে কোর্টে চালান দেওয়া হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
কোর্ট ইন্সপেটর নজমূল হক বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলজার রহমানের আদালতে আসামিকে হাজিরের পর জামিন আবেদন করেন তার আইনজীবী। বিকালে এ বিষয়ে আদেশ দেবেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।