কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মৃদু শৈত্য প্রবাহ আর উত্তরের হিম হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমাগত বাড়ছে তীব্র শীতের প্রকোপ। ঠাণ্ডায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমুল মানুষ। ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় বিশেষ কাজ ছাড়া বাইরে বের হতে সাহস পাচ্ছেন না অনেকেই।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টায় কুড়িগ্রামে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে প্রচণ্ড শীত জেঁকে বসেছে। ফলে জেলার মানুষ রয়েছে অত্যন্ত কষ্টে দিনাপাতিত করছে। দিনভর রোদের মুখ দেখা না মেলায় সন্ধ্যার পরপরই রাস্তাঘাট জনমানব শূন্য হয়ে পড়ছে। এমন অবিরাম মৃদু শৈত্য প্রবাহে প্রচণ্ড ঠাণ্ডার প্রকোপে মারাত্মক দুর্ভোগে পড়েছে নিন্ম আয়ের মানুষজন।
তীব্র শীত ও অতিরিক্ত ঠান্ডায় কুড়িগ্রাম জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে রোগী। এদের বেশিরভাগ শিশু ও বৃদ্ধ। গত এক সপ্তাহে বিভিন্ন হাসপাতালে শিশু ডায়রিয়ায় ভর্তি হয়েছে প্রায় অর্ধশতাধিক। কয়েক দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ১০ থেকে ১২ জন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, আজ বুধবার ভোর ৬টায় কুড়িগ্রামে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।