লাইফস্টাইল ডেস্ক : শীত আসা মানেই নতুন নতুন চুলের সমস্যা। এসময় মাথায় অনেকেই তেল ব্যবহার করতে শুরু করেন। কিন্তু কোন তেলে কেমন উপকার মিলবে সেকথা বলা মুশকিল। এক্ষেত্রে নিমের তেল ব্যবহার করে দেখতে পারেন। নিমের তেল ব্যবহারের কিছু উপকারি দিক আছে যেমন:
নিম পতঙ্গ তাড়াতে সাহায্য করে। তাই নিমের তেল ব্যবহার করলে উকুনের যন্ত্রণা থেকে রেহাই পাবেন।
হাতে-পায়ে নিমের তেল মালিশ করলে মাছি বা মশা আপনায় বেশি উত্যক্ত করবে না। মশা হয়তো কামড়াবে তবে কিছুটা হলেও দূরে থাকবে।
যাদের খুশকির সমস্যা রয়েছে তারা অর্গানিক শ্যাম্পু কিনতে পারেন। কিছু কিছু শ্যাম্পু আছে যেগুলোয় নিমের তেল ব্যবহৃত হয়। এই শ্যাম্পু ব্যবহারে চুলে খুশকির সমস্যা বহুলাংশে কমে।
নিমের তেল ব্যবহার করলে এই শীতে অন্তত চুল ফ্রিজ হয়ে থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।