জুমবাংলা ডেস্ক : শেরপুর জেলা কারাগারে বুধবার রাতে এক নারী কয়েদি মারা গেছেন। তার নাম সুফিয়া বেগম (৫০)। তিনি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মেছেরচর গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী।
জেলার তরিকুল ইসলাম যুগান্তরকে জানান, ডলার জালিয়াতি মামলার আসামি হিসেবে গত ২৬ আগস্ট ওই নারী কারাগারে আসেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে তিনি কারাগারে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল ইসলাম সুমন জানান, বুধবার রাত ১০টা ১০ মিনিটে মৃত অবস্থায় ওই নারী হাজতিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ওই নারী সদর থানার ডলার জালিয়াতি মামলার আসামি। তাকে গত ২৬ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছিল। তার মৃত্যুর সংবাদ তিনি শুনেছেন। তবে কারাগার থেকে লিখিতভাবে এখনও জানানো
হয়নি।
জেলার তরিকুল ইসলাম আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর স্বজনরা মরদেহ নিতে আগ্রহী হলে হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।