সারাদেশে শীতের পরিস্থিতি নিয়ে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে তাপমাত্রা কখনো সামান্য বাড়তে পারে, কখনো কমতে পারে আবার কিছু সময় প্রায় অপরিবর্তিতও থাকতে পারে। পাশাপাশি নদী অববাহিকাগুলোতে কুয়াশার প্রভাব বাড়তে পারে এবং তিনটি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার (১৮ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সারা দেশে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার (১৯ জানুয়ারি) দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এই দিনে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা অব্যাহত থাকতে পারে।
বুধবার (২১ জানুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুনঃ
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই পাঁচ দিনের শুরুতে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


