নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকা থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
Advertisement
টঙ্গী পূর্ব থানার এসআই মিজানুর রহমান জানান, সন্ধ্যায় গুদারাঘাট এলাকায় একটি শাখা সড়কের পাশে কাপড়ে মোড়ানো একদিনের নবজাতকের (মেয়ে) মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। রাতেই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, নবজাতককে কে বা কারা ফেলে গেছেন তা জানা যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।