সবচেয়ে কম ইনিংসে বাবরের সেঞ্চুরির রেকর্ড

বাবরের সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে আরও একটি রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ও ব্যাটার বাবর আজম। ৫০ ওভারের খেলায় সবচেয়ে কম ইনিংসে ১৫ সেঞ্চুরি মালিক এখন বাবর আজম। বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলেছেন বাবর। আর এতেই টপকে গেছেন হাশিম আমলাকে।

বাবরের সেঞ্চুরির রেকর্ড

এই ১৫ সেঞ্চুরি করতে বাবর খেলেছেন ৮৩ ইনিংস। আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা ১৫ সেঞ্চুরি করতে ইনিংস খেলেছিলেন ৮৬টি। বিশ্বের আর কোনও ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারে ১০০ ইনিংসের কম খেলে ১৫টি সেঞ্চুরি করতে পারেনি। ভারতের ব্যাটার ভিরাট কোহলি ১৫ সেঞ্চুরি করতে খেলেছিলেন ১০৬ ইনিংস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে আরও একটি রেকর্ড গড়েছিলেন বাবর। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্রুততম ৪ হাজার রানের মালিক হন তিনি।