নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি স্কুলের ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারকে স্থানীয় বিএনপি নেতা ফোন করে তার সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলেছেন। এ সংক্রান্ত একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই অডিওতে বিএনপি নেতা মো. মামুন মিয়াকে ঠিকাদারের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমনেরে বলছি, আমার লগে সমন্বয় কইরা কাজ ধরবেন, না হইলে কাজ ধরবেন না, সমস্যা আছে।’
ঠিকাদার ও স্থানীয় বিএনপি নেতার মধ্যে হওয়া একটি ফোনালাপের অডিও ক্লিপ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ঠিকাদারের নাম মো. ফরহাদ মোড়ল। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম হাজী ট্রেডার্স। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই উপজেলার তাতিসুতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ চলছে। তিনি উপজেলার সোনাকর গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত বিএনপি নেতা মো. মামুন মিয়া উপজেলার বরমী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে মামুনকে বলতে শোনা যায়, ‘আমি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনি কাজ করবেন, শ্রীপুরের লোকেরে টেহা খাওয়াইবেন, তাইলে আমরা কী করমু?’
অডিও ক্লিপের কথোপকথন নিজের বলে স্বীকার করে মামুন মিয়া বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। তবে সম্পূর্ণ কথোপকথন প্রকাশ না করে সম্পাদনা করে বিতর্ক ছাড়ানোর মতো কিছু অংশ প্রকাশ করা হয়েছে। আমি তাকে আমার সঙ্গে সমন্বয় করতে বলিনি। আমার নিজের সন্তান ওই স্কুলে পড়াশোনা করে। ভালোভাবে কাজ না হলে ভবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সে জন্য ঠিকাদারকে ফোন করে সচেতন করেছি।’
এ প্রসঙ্গে ঠিকাদার মো. ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে তার সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলেছেন। না হলে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এর বেশি কী বলবো, বুঝতে পারছি না। সাংবাদিকদের সঙ্গে এর বেশি বললে এর সাইড এফেক্ট থাকতে পারে। আমাকে দেখবেন ভুয়া মামলা দিয়ে দেবে। বিপদে ফেলবে।’
এ ব্যাপারে শ্রীপুরের বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কোনও অন্যায়কে সমর্থন করি না। বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কাশিমপুর কারাগার থেকে পালাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।