সরকার চাইলে কোটা সংস্কার করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ

জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ওই সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়।

সংক্ষিপ্ত রায়ে বলা হয়, এই রায় সরকারের ওপর কোনো বাধা সৃষ্টি করবে না। প্রয়োজনে কোটার অনুপাত পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। আর কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সরকার মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করতে পারবে।