Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতাউল হাকিম আর নেই। তার বয়স হয়েছিল ৬৯ বছর। খবর ইউএনবি’র।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জানান, আতাউল হাকিম দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে নগরীর সিআরসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আতাউল হাকিম দৈনিক আজাদী এবং দৈনিক পূর্বকোণে দীর্ঘ ৩২ বছর সাংবাদিকতা করেছেন। দৈনিক পূর্বকোণের যুগ্ম বার্তা সম্পাদক ছিলেন তিনি।
বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে তার প্রথম জানাজা শেষে মরদেহ নেয়া হবে রাউজানের গ্রামের বাড়িতে। সেখানে বাদ আছর দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে সুলতানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।