Advertisement
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠিতে ব্রহ্মপুত্র নদী থেকে আশিক মিয়া (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আশিক মিয়া নীলকুঠীর স্থানীয় বাসিন্দা মো. খাজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজ ভোর ৬টার দিকে নদীতে আশিক মিয়ার মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল জানান, মরদেহ উদ্ধার করার পর তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে বাদী না থাকায় অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।