জুমবাংলা ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে ফের হামের প্রকোপ দেখা দিয়েছে। করোনার মধ্যে সাজেকে ফের দাপিয়ে বেড়াচ্ছে হাম।
নতুন করে আরও শতাধিক শিশু আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয় ফেব্রুয়ারির মাঝামাঝি। এতে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটে ৯ শিশুর। এরই মধ্যে স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবির যৌথ চিকিৎসাসেবার তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা টিমও পাঠানো হয় আক্রান্ত এলাকায়।
কিন্তু কয়েক দিনের মধ্যে আবারো সাজেকের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ বিস্তার ঘটেছে বলে জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাজেক ইউনিয়নের শিজকছড়া, হাউজপাড়া, সুরুংনালা, মাচালং, উজোবাজার এবং ভুয়োছড়ি এলাকার অন্তত ৩৫ পরিবারের শতাধিক শিশু নতুন করে আক্রান্ত হয়েছে হামে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলশন চাকমা জানান, গত সপ্তাহ থেকে তার ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় নতুন করে হামের প্রকোপ ছড়িয়ে পড়ছে। মাচালংয়ের ৬৪, সুরুংনালায় ২৮ এবং গঙ্গারাম ও ভাইবোন ছড়ায় ৭ জনসহ শতাধিক শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালে এরই মধ্যে জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, এর আগে ৯ শিশুর মৃত্যুর খবরে সেনাবাহিনী এবং বিজিবি এগিয়ে যাওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম নিয়ে উন্নত চিকিৎসা দেয়ায় ৫ শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহমেদ বৃহস্পতিবার বলেন, করোনাভাইরাসের মধ্যে সাজেকে নতুন করে হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একটি মেডিকেল টিম নিয়ে বাঘাইহাটের সুরুংনালা যায়। সেখানে হামে আক্রান্ত ১২ শিশুকে পাওয়া গেছে।
এর আগে ওইসব এলাকায় আক্রান্ত ১৬ রোগীকে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। মাঠে আমাদের স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে চিকিৎসা ও সেবা দিয়ে যাচ্ছেন। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যাবে বলে তিনি জানান।-যুগান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।