নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিয়ের দু’দিন পর মিজানুর রহমান (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১০ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি গাছের সাথে মিজানুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তিনি সিংড়া পৌর এলাকার সোহাগবাড়ি গ্রামের মোজাহারের পুত্র।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সদ্য বিবাহিতা স্ত্রী মিনুকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নেয়ামুল আলম ঘটনাস্থলে যান।
স্থানীয়রা ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার পৌর এলাকার মহেশচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মিজানের। শনিবার রাতে বাসায় ফিরে নিজ কক্ষে ঘুমিয়ে পরে মিজান। গভীর রাতে কে বা কারা তাকে ফোনে ডেকে নেয়। পরে ভোরে বাড়ির পাশের একটি গাছের সাথে মিজানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এএসপি জামিল আকতার জানান, জিজ্ঞাসাবাদের জন্য মিজানের স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।