
জুমবাংলা ডেস্ক: কোভিড-১৯ মহামারিতে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) সাহায্যের জন্য টেমাসেক ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকায় দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ)। খবর ইউএনবি’র।
টেমাসেক ফাউন্ডেশনের সহযোগিতায় সিঙ্গাপুর এয়ারলাইনস বিশ্বজুড়ে জরুরি প্রয়োজনীয় স্থানগুলোতে বিমানের মাধ্যমে জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য স্বাস্থ্য সহায়ক মানবিক প্রয়োজনীয় দ্রব্য পরিবহনে সহায়তা করছে।
এর অংশ হিসেবে এসআইএ রবিবার ঢাকায় দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করেছে। ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ২০ টনেরও বেশি পিপিই বহন করে এনেছে, যার মধ্যে রয়েছে সার্জিকাল গাউন, গগলস এবং নাসাল অক্সিজেন ক্যানুলা।
মহামারিতে যারা সম্মুখ ভাগে কাজ করছেন তাদের কাছে নিরবচ্ছিন্নভাবে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয়ার জন্য ডব্লিউএফপি যাত্রীবাহী এবং কার্গো এয়ারলিংকের মাধ্যমে একটি নেটওয়ার্ক পরিচালনা করছে।
মে মাস থেকে ডব্লিউএফপি এখন পর্যন্ত ১৫৯ দেশে কমপক্ষে ৮০০ মানবিক ফ্লাইট পরিচালনা করেছে।
চুক্তির আওতায় টেমাসেক ফাউন্ডেশন থেকে ৬৫ লাখ মার্কিন ডলার অবদানের মাধ্যমে এসআইএ ফ্লাইটের ব্যয়-পুনরুদ্ধারের ভিত্তিতে কিছু বিশেষ চার্টার ফ্লাইট পরিচালনা করছে এবং তাদের নির্ধারিত ফ্লাইটে মালামাল বহনের স্থান দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।