জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মীকে সিঙ্গাপুরে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
বাংলাদেশে নিযুক্ত দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ বৃহস্পতিবার (০৯ মে) তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এই প্রস্তাব দেন মন্ত্রী। জাতীয় সংসদ ভবনে অবস্থিত মন্ত্রীর দপ্তর কক্ষে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হাইকমিশনারকে মন্ত্রী বলেন, সুযোগ পেলে বাংলাদেশী কর্মীরা তাদের দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে যোগ্যতা প্রমাণ করবে।
কোভিড-১৯ এর সময়ে সিঙ্গাপুর বাংলাদেশি কর্মীদের যে যত্ন নিয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা রক্ষার বিষয়ে সিঙ্গাপুরের সচেতনতা প্রশংসার দাবিদার।
বাংলাদেশের এভিয়েশন খাত এগিয়ে যাওয়ার নানা চিত্র তুলে ধরে ফারুক খান বলেন, সরকার বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের কাজ করে যাচ্ছে। বিমানবন্দরে অবকাঠামোগত ও কারিগরি উন্নয়ন এবং এভিয়েশন খাতের কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের ফ্লিট সম্প্রসারণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশের এভিয়েশন খাত ক্রমেই সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে রূপান্তরের যে কাজ শুরু হয়েছে, তাতে সিঙ্গাপুর ভূমিকা রাখতে আগ্রহী। বিমানবন্দরগুলোর দক্ষ ব্যবস্থাপনার জন্য সিঙ্গাপুর এভিয়েশন খাতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতেও আগ্রহী।
ডেরেক লোহ বলেন, বাংলাদেশ সিঙ্গাপুরের খুব ভালো বন্ধু। এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে বিভিন্ন খাতে কাজে নিয়োজিত আছেন। বাংলাদেশি কর্মীরা খুব দক্ষ ও পরিশ্রমী। ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি সিঙ্গাপুর বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.