Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে সিনিয়র-জুনিয়র নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং এর মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ কিশোর।

শুক্রবার (১লা মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক সাইমন বখতপুর হাজী সিদ্দিক আহমদ সওদাগর বাড়ির নুরুল আফসার এর পুত্র। আহত ২ জন নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, কিশোর মাহাবুব ও সাইমন তারা একে অপরের বন্ধু ছিলো। ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় জড়িত মাহবুবকে আটক করা হয়েছে। নিহত সাইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



