Advertisement
জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে মঙ্গলবার সকালে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু এবং একজন গুরুতর আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন- রেজাউল (২৮) ও আলামিন (৩২)। আর আহত হোসেনকে (৩০) উল্লাপাড়া ৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, পৌর এলাকার মুক্তমঞ্চ এলাকায় নির্মল সাহার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সার্টারিং খুলতে গিয়ে ওই তিন শ্রমিক ভেতরে আটকা পরে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উল্লাপাড়া ৫০ শয্যার হাসপাতালে ভর্তি করার পর দুজনের মৃত্যু হয়।
ওসি জানান, সেপটিক ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।