সিরিয়ার পালমিরাতে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএসের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সংঘটিত এ হামলায় একক হামলাকারীই জড়িত ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।
সিরিয়ার পালমিরাতে আইএসআইএসের চালানো অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আল আরাবিয়া।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সেন্টকম জানিয়েছিল, ওই হামলায় একাধিক সেনা আহত হয়েছেন।
সেন্টকমের তথ্য অনুযায়ী, এই হামলায় আইএসআইএসের মাত্র একজন সদস্য অংশ নেয়। হামলার পর পাল্টা অভিযানে ওই হামলাকারী নিহত হয়।
মার্কিন দূত টম ব্যারাক জানান, আইএসআইএসের ওই সন্ত্রাসী ‘মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে’ হামলা চালায়।
হামলাকারীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “এই বর্বর হামলা যে চালিয়েছিল, তাকে সহযোগী সেনাদের পাল্টা হামলায় হত্যা করা হয়েছে।”
ঘটনার পর সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে এক কর্মকর্তা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র নিয়ন্ত্রণ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



