জুমবাংলা ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও প্রিজাইডিং অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আরিফুল ইসলামকে সিলমারা ব্যালেট পেপার ও সিলসহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। এ ঘটনায় কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (৫ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
জানা গেছে, সাদমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়নের দায়িত্বে এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এবং কেন্দ্রগুলোতে ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ৩টা ১০ মিনিটে সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এরপর তাঁদের গাড়ি তল্লাশি করে এসব সিলমারা ব্যালট পেপার ও সিল উদ্ধার করা হয়। কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও গণমাধ্যম কর্মকর্তা মো. লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কানাইঘাট উপজেলায় নির্বাচনী দায়িত্বে রয়েছি, সে কারণে বিস্তারিত বলতে পারছি না। তবে জকিগঞ্জে দুজনকে ব্যালটসহ আটক করা হয়েছে বলে শুনেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।