জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামের অসহায় কদবানুর (৮৫) পাশে দাঁড়ালেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ তার কষ্টের জীবন-যাপনের চিত্র তুলে ধরা হয়।
জানা যায়, স্বামী মারা যাওয়ার পর মেয়ের বাড়িতে বসবাস করেন তিনি। এক ছেলে কয়েক মাস আগে মারা গেছে। করোনার ফলে লকডাউনে কর্মহীন হয়ে পড়েন তার জামাতা। দরিদ্র ও অসহায় এ পরিবারে নেমে আসে চরম অভাব। কদবানুর চিকিৎসা তো দূরের কথা পরিবারের সদস্যদের কপালে দু বেলা খাবারও জোটে না।
এ খবর শুনে ইউএনও শীতেষ চন্দ্র সরকার বুধবার সন্ধ্যায় ছুটে যান অসহায় কদবানুর বাড়িতে। গিয়ে দেখতে পান ছোট টিনের তৈরি নড়বড়ে বাড়িতে বিছানায় পড়ে আছেন অসহায় কদবানু। এ সময় তিনি বৃদ্ধাকে মা বলে মাথায় হাত রাখেন। তার কষ্টের কথা শোনেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হয় একমাসের খাবারের প্যাকেট। যেখানে রয়েছে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ।
এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান উপস্থিত ছিলেন। তিনি জানান, তার বিধবা ভাতা চালু আছে। চিকিৎসার জন্যও আর্থিকভাবে সহায়তা করা হবে।
ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, কর্মহীন অসহায় এসব মানুষের পাশে সবসময় থাকবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।