জুমবাংলা ডেস্ক : সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৩০ কর্মী! বৃহস্পতিবার মধ্যরাতে তারা সৌদি এয়ারলাইন্স (এসভি ৮০৪) বিমান যোগে ফিরে আসেন। প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তাদের স্বজনদের কাছে তুলে দেয়।
নাটোরের রবিউল করিম, বাগেরহাটের মেহেদি হাসানসহ দেশে ফেরা কর্মীদের অভিযোগ, সৌদিতে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামা থাকা কর্মীরাও। তাদেরও কর্মস্থল থেকে ফেরার পথে আটক করছে সৌদি পুলিশ। নিয়োগকর্তারাও বিপদগ্রস্ত শ্রমিকদের দায়িত্ব নিচ্ছেন না। দীর্ঘদিন অবৈধভাবে সৌদিতে অবস্থানের কারণেও অনেককে আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
চলতি বছর সৌদি থেকে অন্তত ১২ হাজার কর্মী দেশে ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


