জুমবাংলা ডেস্ক: স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এসব কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার অনুষ্ঠিতব্য কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মার্চ সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনসহ সকল কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ১৫মিনিটে স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা ও পু®পস্তবক অর্পণ।
দিবসটি উপলক্ষে বা’দ জুম্মা মসজিদুল জামিয়াসহ বিশ্ব বিদ্যালয় এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের রুহের মাগফিরাত/শান্তি কামনায় বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে।
এছাড়া, দিবসটি উপলক্ষে কার্জন হল ও টিএসসিতে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।