Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসে আগুন জ্বলে উঠে। শুক্রবার(৫ জুন) বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী আর্মি ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটেছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ তালুকদার জানান, ইঞ্জিন গরম হয়ে গিয়ে আগুন লেগে যায় গাড়িতে। এসময় তাৎক্ষণিক গাড়িতে থাকা দুইজন বাহির হয়ে পড়ায় কোন ক্ষতি হয়নি। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। চালক ও স্ত্রীসহ ঢাকা থেকে গাড়িটি মাওয়া যাচ্ছিল। তবে তারা তাৎক্ষণিক বাহির হয়ে যাওয়ায় কোন তাদের কোন ক্ষতি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।