জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামে এই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান মোখলেছুর রহমান নামে এক বর। আর ওই হেলিকপ্টার বিয়ে দেখতে ভিড় জমান হাজারও মানুষ।
শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে হেলিকপ্টারে বিয়ে করতে যান নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আলহাজ মো. মিজানুর রহমানের ছেলে মোখলেছুর রহমান।
পরিবারের আশা পূরণ করতে ব্যতিক্রম আয়োজনে ছেলের বিয়ে দেন হেলিকপ্টারযোগে। হেলিকপ্টার দেখতে সকাল থেকে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় জমায়।
হেলিকপ্টারে বিয়ে তাও আবার উপজেলার নুরনগরের রামজীবনপুরে অজোপাড়া গাঁয়ে। গ্রামবাসী একসময় পালকিতে বিয়ে দেখলেও এ যুগের মানুষের কাছে তা শুধুই ইতিহাস। এর মধ্যে আবার নতুন করে যুক্ত হলো হেলিকপ্টারে বিয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ২টার দিকে বর বেশে রামজীবনপুর স্কুল মাঠে প্রাইভেটকারে উপস্থিত হন মোখলেছুর রহমান।
তার কিছুক্ষণ পর একটি বেসরকারি হেলিকপ্টার হাজির হল স্কুল মাঠে। তা এক নজর দেখতে শত শত গ্রামবাসীর উপচে পড়া ভিড়। সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ।
প্রাইভেট থেকে নেমে বর উঠে বসেন হেলিকপ্টারে। মুহূর্তেই হেলিকপ্টার চলে যায় একই উপজেলা কৈখালী ইউনিয়ের কাঁকরঘাটা গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী মো. জিল্লুর রহমানের বাড়ি। তারপর কনের বাড়ির বিয়ের আনুষ্ঠানিক শেষে বর কনে ফিরে আসেন হেলিকপ্টার চড়ে। এমন বিয়ে দেখে খুশি এলাকাবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।