জুমবাংলা ডেস্ক: ১০ মিনিট অন্ধকারে ছিল পদ্মা সেতুর মাওয়া অংশ। শুক্রবার (০৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। ৭টা ৪৩ মিনিট পর্যন্ত এভাবে ১০ মিনিট কেটে যায়। প্রথমবারের মতো সেতু মাওয়া সাবস্টেশনের আওতায় থাকা সেতু ২০৫টি ল্যাম্পপোস্টের বাতি নিভে যায়। অন্ধকার হয়ে যায় চারিদিক। সময় নিউজের প্রতিবেদক নাসির উদ্দিন উজ্জ্বল-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
গত ২৫ জুন সেতু উদ্বোধনের আগে থেকেই রাতে সেতুতে নিয়মিত বাতি জ্বলছিল। আকস্মিক এই বাতি বন্ধ হওয়ায় মাত্র ১০ মিনিট সেতুর এই অংশে অন্ধকার হলেও যানবাহনগুলো হেডলাইড জ্বালিয়ে চলছিল।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মোবারকউল্লাহ জানান, এটা কোনো লোডশেডিং নয়। সেতুর বাইরে লৌহজং উপজেলার কাজীরপাগলা থেকে পদ্মা সেতুর ১ নম্বর খুঁটির কাছের সাবস্টেশন পর্যন্ত লাইনের কোথাও পাখির বিদ্যুতায়িত হওয়ায় সার্কিট পরে যায়।
তিনি আরও বলেন, কাজীরপাগলার পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশন থেকে সার্কিট উঠিয়ে দিলে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। এ সময় ওই লাইনের আওতায় থাকা আশপাশের বাড়িঘরেও বিদ্যুৎ চলে যায়। তবে অন্য লাইনের আওতায় থাকা টোলপ্লাজা এবং অ্যাপ্রোচ সড়কের বাতিগুলো জ্বলছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।