জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যক্তির শরীরে তল্লাসি চালিয়ে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার ভাটিয়ারীতে এ ঘটনা ঘটে। এ সময় গৌতম বণিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভাটিয়ারী বাসের টিকেট কাউন্টারের সামনে ইয়াবা ট্যাবলেট আছে সন্দেহে এক ব্যক্তির শরীর তল্লাসি করে। এসময় তার কাছে ইয়াবার বদলে পাওয়া যায় ১২পিস স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১২০ ভরি। যার বাজার মূল্য ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত গৌতম বণিক ফেনী জেলার ফুলগাজী থানার ৯নং পৌরসভা এলাকার উওর বড়ইয়াধীন অমর চাঁদ এর বাড়ির ফনি লাল বণিকের পুত্র। সে চট্টগ্রামের হাজারী গলি মিয়া শপিং কমপ্লেক্সে চন্দন সেন এর দোকানে চাকুরি করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ভাটিয়ারীতে একজনের কাছে ইয়াবা আছে এমন একটি গোপন সংবাদে এক ব্যক্তিকে আটক করে তল্লাসী করলে তার কাছে ১২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।