জুমবাংলা ডেস্ক: দেশে ছয় জেলার ২২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ’।
গত ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জ, ফরিদপুর, বরগুনা, গাইবান্ধা, বগুড়া ও নরসিংদী জেলায় ‘ইফতার ফুড-প্যাক’ বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
২০১৮ সাল থেকে সংগঠনটি অসহায় প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশের দরিদ্র জনগষ্ঠির মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির পাশাপাশি অসুস্থ মানুষের জন্য জরুরি সেবায় অর্থ সহায়তা দিয়ে আসছে।
প্রবাসে থেকেও মানবতার কল্যাণের কাজে যারা আর্থিক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মরিশাস প্রবাসী ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ জানান, ‘প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আমাদের এ রকম মানবিক কাজ ভবিষ্যতে অব্যহত থাকবে।’
দেশের ছয় জেলায় গরমের মধ্যে কষ্ট করে ইফতারের ফুড-প্যাকগুলো যারা বিতরণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান সৌদি আরব প্রবাসী সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ এভাবেই আজীবন মানুষের সেবা করে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।