২৫ মিনিটের ব্যবধানে ফুটফুটে তিন কন্যার মা হলেন সীমা
জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমা আক্তার নামে এক নারী তিন কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তার প্রসূতির তিন বছর বয়সের আরও একটি ছেলে রয়েছে। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।
সোমবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সীমা আক্তার (২৭) প্রসবব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে ভর্তি হন। ২০ মিনিট পর ২৫ মিটিনের ব্যবধানে তিন সন্তান প্রসব করেন। ৪টা ৫০ মিনিটে প্রথম সন্তান, ৫টা ৭ মিনিটে দ্বিতীয় সন্তান এবং সোয়া ৫টায় তৃতীয় সন্তান প্রসব করে সবাইকে আনন্দে মাতিয়ে তোলেন। নরমাল ডেলিভারিতে সহায়তা করেন সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তার।
নার্সিং সুপার ভাইজার রাখি সায়মা বলেন, নরমাল ডেলিভারির জন্য এখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, প্রসূতি মা ও তার তিন সন্তান সুস্থ আছেন। দুই নবজাতকের ওজন প্রায় ২.৩ কেজি। এক নবজাতকের ওজন কম (১.৬ কেজি) থাকায় কেএমসি সেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়ানোর জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
বাইসাইকেল চালিয়ে হজ পালনের উদ্দেশ্যে ৬৪ বছর বয়সী থাই নাগরিক মাগুরায়
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.