
Advertisement
জুমবাংলা ডেস্ক: ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকাকালীন দেশের ২০ জেলার ৯৬ উপজেলার ৩ লাখ ১ হাজার ২৮৮ জন নিবন্ধিত জেলে পরিবারকে সহায়তা করার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় আবারও ২৪ হাজার ১০৩ দশমিক ০৪ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভিজিএফের এ চাল বরাদ্দ করেছে।
এর আওতায় এপ্রিল ও মে মাসে প্রতিটি পরিবার ৪০ কেজি করে চাল পাবে।
এর আগে, ফেব্রুয়ারি ও মার্চের জন্য ২০ জেলার ২ লাখ ৮০ হাজারেরও বেশি নিবন্ধিত জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ২২ হাজার ৪৭৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার।
উল্লেখ্য, সরকার প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস ইশিল মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিপণন, বিক্রয় ও ক্রয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।