জুমবাংলা ডেস্ক : সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে পৌঁছেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। তাদের সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারাও উপস্থিত আছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে রেজওয়ানুল হক শোভন ও গোলাম রাব্বানীর পদত্যাগের পর আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য দায়িত্ব গ্রহণের পর তারা এই প্রথম শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ছাত্রলীগ নেতারা গণভবনে প্রবেশ করেন বলে গণভবন সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, তাদের সঙ্গে ছাত্রলীগের সাংগঠনিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হকওৈউপস্থিত আছেন গণভবনে।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা নেবেন ছাত্রলীগ নেতারা। পাশাপাশি গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর বিষয়েও অনুমতি নেবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।