জুমবাংলা ডেস্ক : নদীতে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার সফরমালি এলাকায় এই ঘটনা ঘটে।
চাঁদপুরের মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। এতে ইটের টুকরোর আঘাতে মুখমন্ডলে মারাত্মক জখম হন পুলিশের নায়েক হাসান মিয়া (২৬)।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, আহত হাসান মিয়াকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে নৌ পুলিশ চাঁদপুরের মেঘনা নদীর সফরমালি এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায়। এসময় একদল বেপরোয়া জেলে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অভিযানকারী দলের স্পিডবোটের ওপর হামলা করে। এতে জেলেদের ছোড়া ইটের টুকরোর আঘাতে মুখমন্ডলে মারাত্মক জখম হন নায়েক হাসান মিয়া।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান আরো জানান, এই অভিযানে অংশ নেওয়া আরো কয়েকজন পুলিশ সামান্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, আমাদের সবার শরীরে জ্যাকেট এবং মাথায় হেলমেট ছিল। তার মধ্যেও জেলেদের নিক্ষেপ করা ইটের টুকরো পুলিশ সদস্য হাসান মিয়ার হেলমেট ভেদ করে মুখে আঘাত হানে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার রাতে নৌ পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত অর্ধশত জেলেকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।
গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে।
এসময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। দেশের ছয়টি অভয়াশ্রম ছাড়াও সারা দেশে এই অভিযান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।