জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুদিন ব্যপী প্রশিক্ষণ আজ বুধবার সকাল ১০ টায় শুরু হয়েছে।
জয়পুরহাট কলেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের হল রুমে আয়োজিত দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো: দেলোয়ার হোসেন, রিটানির্ং কর্মকর্তা ও জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মো: শহিদুল ইসলাম। প্রধান অতিথি জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম নির্বাচনী আচরণবিধি মেনে নিরপেক্ষতা বজায় রেখে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জয়পুরহাট পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদের জন্য ৭০ জন এবং সংরক্ষিত আসনে মহিলার কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হালনাগাদসহ জয়পুরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৪৭৩ জন। এরমধ্যে নারী ভোটার রয়েছেন ২৬ হাজার ৮৫৬ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৬৭১ জন। ইভিএমের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২ টি কেন্দ্রে ১৫৫টি বুথ স্থাপন করা হয়েছে। এরমধ্যে অস্থায়ী বুথ রয়েছে ৯টি। ভোট গ্রহণ কর্মকর্তা হিসবে দায়িত্ব পালন করবেন ৪৮৭ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।