টেস্ট ক্রিকেটের জৌলুস ধরে রাখতে ২শ’ কোটি টাকার তহবিল গঠন করতে যাচ্ছে আইসিসি। আগামী বছর থেকে ১২ লাখ টাকা করে ম্যাচ ফি প্রদানের পরিকল্পনা তাদের।
এ মুহুর্তে ক্রিকেট বিশ্বে টি-টোয়েন্টি কিংবা টি-টেন ম্যাচ থাকে সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কারণ স্বল্প সময়ে চার ছক্কার ফুলঝুরি আর চটজলদি উইকেটের পতন। সবমিলিয়ে ক্রিকেট বিনোদনের খোরাক যোগায় সীমিত সংস্করণের ফরম্যাট। আর এই ফরম্যাটেই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে দিন দিন জৌলুস হারাচ্ছে টেস্ট ক্রিকেট। অভিজাত ফরম্যাটটিতে বেশিরভাগ ম্যাচ খেলতে দেখা যায় ক্রিকেটের মোড়ল দেশ হিসেবে পরিচিতি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতকে। র্যাংকিং বিবেচনায় পিছিয়ে থাকা দলগুলো টেস্ট খেলে কালেভদ্রে। বড় উদাহরণ আয়ারল্যান্ড-আফগানিস্তান। কম সংখ্যক ম্যাচ খেললেও কালের পরিক্রমায় লঙ্গার ভার্সন ক্রিকেটে উন্নতি করছে দলগুলো।
ফলে, আইসিসির চাওয়া টেস্ট ক্রিকেটে দলগুলোর আগ্রহ বাড়ুক। এ কারণেই নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টেস্ট ফরম্যাটের আকর্ষণ ধরে রাখতে ২শ’ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করছে। ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। প্রাথমিকভাবে এমন প্রস্তাব করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মার্ক বেয়ার্ড। তার এই প্রস্তাবকে সম্মতি জানিয়েছে ভারত আর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
২০২৫ সাল থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির। এই প্রকল্পের বাইরে থাকবেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতের ক্রিকেটাররা। কারণ, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা থাকায় তাদের উপার্জন তুলনামূলক বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।