জুমবাংলা ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে অন্তত ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর ইউএনবি’র।
চলমান লঘুচাপের মাঝে এ ধরনের ঘূর্ণিঝড়ে হতবাক ওই এলাকার মানুষ।
ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মৃধা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে লালুয়া-পাঁচপাকিয়া গ্রামে আকস্মিকভাবে এক ঘূর্ণিঝড় আঘাত হানে। ঝড়ের ভয়ে অনেকেই ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। ঘূর্ণিঝড়ের আঘাতে গ্রামগুলোর অন্তত ৩০টি বাড়ির ঘরের চালা উড়ে গেছে।
বুধবার সকালে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন শুরু করেছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।