- জুমবাংলা ডেস্ক :
- অতিথি পাখির বাসা ভাড়ার টাকার চেক পেলেন রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের সেই বাগান মালিকরা।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে বাঘা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সীমিত পরিসরে চেক তুলে দেওয়ার আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পাঁচ বাগান মালিকের হাতে সরকারের পক্ষ থেকে মোট ৩ লাখ ১৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
সেই পাঁচ আমবাগান মালিক হলেন-বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার সফিকুল ইসলাম, খোর্দ্দ বাউসা গ্রামের মুঞ্জুর রহমান, সানার উদ্দিন, শাহাদত হোসেন ও শিরিন আখতার।
এর মধ্যে সফিকুল ইসলাম ৪০ হাজার টাকার চেক, মুঞ্জুর রহমান ২ লাখ টাকার, শাহাদত হোসেন ৯ হাজার টাকার, সানার উদ্দিন ৪০ হাজার ও শিরীন আখতার ২৪ হাজার টাকার চেক পেয়েছেন।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মৎস্য অফিসার আমিরুল ইসলাম ও বাঘা উপজেলা বন কর্মকর্তা জহুরুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চারঘাট ফরেস্ট রেঞ্জার এবিএম আব্দুল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।