বঙ্গকন্যা শেখ হাসিনা
তুমি বঙ্গকন্যা শেখ হাসিনা
তোমার হয় না তুলনা…
সারাবিশ্বের বিস্ময় তুমি
বাঙালির আস্থার ঠিকানা।
শ্রেষ্ঠ পিতার শ্রেষ্ঠ সন্তান তুমি
ডিজিটাল বাংলার রুপকার
সফল রাষ্ট্রনায়ক তুমি
বাংলার আলোকবর্তিকা
প্রমাণ দিয়েছ বারবার।
পিতা দিয়েছে স্বাধীনতা
তুমি দিয়েছ অর্থনৈতিক মুক্তি
তোমার দক্ষ নেতৃতে
খুঁজে পেয়েছে দেশ
শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি।
তুমি এসেছিলে বলে
বাংলার মানুষ পেয়েছে মুক্তি
তুমি আলো দেখিয়েছ বলে
হয়েছি আমরা আলোর পথযাত্রী।
দেশের মানুষকে এনে দিতে অর্জন…
তোমার বাবা-মা,পরিবার-পরিজনকে
দিতে হয়েছিল জীবন বিসর্জন।
কেঁপে উঠেছিল এই বাংলার আকাশ জমিন
অশ্রুসিক্ত হয়েছিলো সেদিন তোমার দুই নয়ন।
তারা চেয়েছিল থামাতে
বাংলার উন্নয়ন অগ্রযাত্রা
তাই বারংবার করেছে ষড়যন্ত্র।
ব্যর্থ হয়ে চালিয়েছে গ্রেনেড হামলা।
তবুও পারেনি দমাতে তোমায়
কেননা দেশ ও মানুষের কল্যানই ছিলো তোমার মূলমন্ত্র।
সত্য অবিসম্ভাবী তাই তোমার সততায়
বিশ্বে বাংলাদেশ পেয়েছে এক নতুন মাত্রা।
তুমি বীরকন্যা বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ তনয়া।
লিখা:
কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান
সাবেক সভাপতি, হাবিপ্রবি সাংবাদিক সমিতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।