জুমবাংলা ডেস্ক : বন্ধের তিন ঘণ্টা পর ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোঃ মোখলেসুর রহমান বাদল।
আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালীন বেলা সাড়ে ১২টায় জাল ব্যালটের অভিযোগে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ।
এর আগে, প্রথম দিন বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।