জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছায় ভাইপো তপনের আঘাতে চাচা আজগর আলী (৫৫) নিহত হয়েছেন। একই সাথে চাচি চায়না বেগম (৪৫) মারাত্মকভাবে আহত হন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলা পাশাপোল গ্রামে। এই ঘটনা নিছক ছোটখাট ঘটনা বলে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় মীমাংসা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে পাশাপোল গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে তপনের সাথে তার চাচির দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব একপর্যায় মারমুখী অবস্থানে পৌঁছায়। দ্বন্দ্বের মধ্যে কথাকাটাকাটির একপর্যায় লাঠি দিয়ে ভাইপো তপন তার চাচি চায়না বেগমকে মারপিট করেন। লাঠির আঘাতে চাচির বাম হাত ভেঙে যায়। এ ঘটনা বাধা দিতে আসলে চাচা আজগর আলীকেও সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় ভাইপো তপন। এই ধাক্কায় চাচার কান ও নাক দিয়ে রক্ত বের হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। ঘটনার আধাঘণ্টা পর তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা আহত চায়না বেগমকে চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে হাতের ব্যান্ডেজ ও চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যান।
ভাইপো তপনের আঘাতে চাচা আজগর আলী নিহত হবার ঘটনা নিছক ছোটখাট ঘটনা বলে অবিহিত করে মীমাংসা করার চেষ্টা করেন পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ জানান, নিহত আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। পারিবারিক দ্বন্দ্বে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। টাকার বিনিময়ে তাহলে কেন মীমাংসা করা হচ্ছে- এমন প্রশ্ন করলে তিনি বলেন, চাচি আহত হয়েছে বলে তার চিকিৎসা খরচের জন্য পারিবারিকভাবে বসে মীমাংসা করা হচ্ছে।
নিহত পরিবারের লোকজন জানান, আমাদের জোরপূর্বক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান চাপ দিয়েছেন। তারা আরো বলেন, তপনের আঘাতে আজগর আলীর মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনা ভিন্নভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার করছেন।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমরা জানতে পারিনি। তবে বিষয়টি এখনই খোঁজখবর নিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


