
বগুড়া প্রতিনিধি : সম্প্রতি ১০০ টাকার জন্য স্ত্রীর প্রাণ কেড়ে নিল স্বামী। ঘটনাটি ঘটেছে বগুরায়। মাত্র ১০০ টাকা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী চামেলী বেগমকে (৩২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী রুবেল মিয়া পলাতক আছেন বলা জানা গেছে।
এই ঘটনায় এলাকাবাসী জানায়, রুবেল মিয়া শহরের রাজাবাজারে কুলি শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে রুবেল মিয়া বাড়ি ফিরে তার পকেট থেকে ১০০ টাকা চুরির অপবাদ দেন স্ত্রীকে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে স্ত্রীকে পিটিয়ে ঘর থেকে বের করে দেন। এরপর আবারও স্ত্রী ঘরে ঢুকলে তাকে শ্বাসরোধ করে হ’ত্যা করে একটি পরিত্যক্ত ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান স্বামী রুবেল মিয়া।
নিহতর ছেলে রাহাত বলেন, রাতে ঝগড়ার পর তার মাকে মা’রপিট করে ঘর থেকে বের করে দেয়। এরপর ছোটবোন রাফিসহ ঘুমিয়ে যায়। সকাল বেলা জানতে পারে তাদের মা মা’রা গেছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে চামেলীকে হ’ত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃ’ত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।