বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে গুগলের ১০০ কোটি মার্কিন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নজরদারি চুক্তির বিরোধিতা করে গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিপণন ব্যবস্থাপক এরিয়েল কোরেন। এ সপ্তাহেই তিনি কম্পানিটি ত্যাগ করবেন বলে জানা গেছে।
টুইটারে দেওয়া এক বার্তায় এরিয়েল কোরেন বলেছেন, ‘যে কর্মীরা কথা বলেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ এবং প্রতিহিংসার কারণে আমি এই সপ্তাহে গুগল ছাড়ছি। আমি ইসরায়েলের সাথে ১০০ কোটি মার্কিন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নজরদারি চুক্তির বিরোধিতা করার পরপরই গুগল আমার দায়িত্ব কেড়ে নিয়েছে।’
এর আগে অ্যামাজন ও ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে প্রজেক্ট নিম্বাস নামক একটি প্রগ্রামে গুগলের ১২০ কোটি ডলারের সহযোগিতার প্রতিবাদ করেছিলেন কোরেন। তার পর থেকেই মূলত বিতর্ক শুরু হয়।
জানা গেছে, এই চুক্তি থেকে গুগলকে সরিয়ে আনতে এক বছরের বেশি সময় ধরে তিনি প্রতিবাদ করে চলেছেন। এই সময়ে তিনি বিভিন্ন আবেদন, তদবির এবং গণমাধ্যমে মতামত প্রকাশ করেছেন।
কোরেন বলেছেন, ‘গুগল আমার উদ্বেগের কথা না শুনে ২০২১ সালের নভেম্বরে আমাকে একটি শর্ত ধরিয়ে দিয়েছিল। আমাকে বলা হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো থেকে ব্রাজিলের সাও পাওলোতে চলে যেতে রাজি হতে হবে, না হয় চাকরি হারাতে হবে। ’
তিনি আরো বলেছেন, বাধ্যতামূলক এই সিদ্ধান্তের কোনো আইনি যুক্তি নেই এবং তিনি গুগলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লেবার রিলেশন্স বোর্ডে (এনএলআরবি) অভিযোগ করেছেন।
গুগল এবং এনএলআরবি তার অভিযোগের তদন্ত করেছে এবং কোনো ভুল খুঁজে পায়নি বলে জানা গেছে।
কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনি কর্মী এবং সহযোগী কম্পানিটির মধ্যে প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্ব বর্ণনা করে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন।
কোরেন একজন ইহুদি। সাত বছরেরও বেশি সময় ধরে তিনি কম্পানিটির জন্য কাজ করছেন।
সূত্র : আলজাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।