
রোববার নদী থেকে মৃত অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের আগরহাঁটী স্লুইস গেটের পাশ থেকে বন বিভাগ ওই মৃত ডলফিনটি উদ্ধার করে।
খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষের পাশাপাশি শিশুরা স্লুইস গেটের পাশে ভিড় জমায়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম আলমগীর হোসেন ও বন বিভাগ কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে আর নামতে পারেনি। খুলনা বন বিভাগকে খবর দিলে তারা ডলফিনটি উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মদিনুল আহসান বলেন, কেশবপুর থেকে মৃত অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। এটির দৈর্ঘ্য ৮ ফুট। ওজন প্রায় ১২০ কেজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


